দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, সুজলা সুফলা শস্য শ্যামলা, নয়নাভিরাম, নদী মাত্রিক জেলা মাদারীপুর। পলি মাটি সমৃদ্ধ আড়িয়াল খাঁ নদীর তীরে গড়ে উঠেছে এই জেলা।এই জেলায় বসবাসরত অথবা এই জেলার মাধ্যমিক স্কুল থেকে ১৯৯৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা সকল বন্ধুদের নিয়ে বন্ধুত্বের বন্ধন অটুট রাখার লক্ষ্যে একটি সংগঠন গঠিত হয়। সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক উন্নয়ন মুলক সংগঠনের নাম "আলোকিত-'৯৫" আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই নিজ নিজ যোগ্যতায় ও দক্ষতায় দেশের সমস্ত জেলা সহ বিশ্বের প্রায় দেশেই গৌরব ও সুনামের সাথে বসবাস করছেন, সকল বন্ধুদের বন্ধুত্বের বন্ধনে এক মানবতার ছাতার তলে আনাই এই সংগঠনের মূল লক্ষ্য।